চাঁদের আলোয় মুখ দেখছি
সবই দেখি ঝাপসা
গরীব মানুষ পরে না মুখোশ
তবুও রটে কুৎসা।

মানুষ মানুষের ধরবে হাত
হারিয়ে ফেলেছে ছন্দ
বাঁচার উপায় মানুষই জানে
সব মানুষ নয় মন্দ।

দুঃখের রোদে পুড়েই মানুষ
হয়েছে কঠিন পাথর
ঋণের বোঝা সামলে এবার
বসাবে গানের আসর!

মাটির ধুলো গায়ে মেখে
করে কঠোর শ্রম
পাকা ইমারত সুখের বাসর
মিথ্যে সবই ভ্রম।

টুকরো হাসি টুকরো খুশি
এটাই সুখের জীবন
চাই না কিছুই অতি বৈভব
অতীত করি স্মরণ।

     ******

রচনাকাল - ১৬/০২/২০২২