শাড়ির ভাঁজে লুকিয়ে আছে গোপন অবক্ষয়
নষ্ট রাত বাহারি আলোর হয়েছে পরাজয়।


হৃদপিণ্ড ঝলসে গেছে সর্বনাশের খেলায়
বৃষ্টি গন্ধে ভিজবে শরীর এমনি আঁধার বেলায়।


বীজ বপনের হয়নি সময় তবুও শরীরে গন্ধ
মৎস্য কুমারী তোমার রূপে নেই কোনো আজ ছন্দ।


শিউলি পলাশ ছড়িয়ে আছে মরশুমি উৎসবে
উষ্ণ ঠোঁটে সুখটা খুঁজি রূপকথা ভেবে ভেবে।


রাত্রি লেখে হিসেব খাতায় নিজের আত্মলিপি
ফসিল শরীর ঝিনুক খোঁজে নষ্ট স্বরলিপি।।


             ******