নিজের পাওনা অধিকারটুকু
দিয়েছি সবই ছেড়ে
তবুও বলছে আরো দিতে হবে
নইলে সবই নেবে কেড়ে।


মানুষের লোভ আকাশ ছোঁয়া
পায়ে ধরে চাই ভিক্ষা
রসাতলে যাক এই পৃথিবী
লোভীরা নেবে কী শিক্ষা!


মাটিতে ঘুমাই আসে নাতো ঘুম
শীতেও শরীর কাঁপে
রোদ্দুর খুঁজি সারাটা জীবন
গরম হয় না তাপে।


প্রদীপের শিখা নিভু নিভু জ্বলে
মুখগুলো হয়েছে কালো
কোথায় পাবো এতো রোশনাই
নিভে গেছে সব আলো।


বিধাতা পুরুষ সবই জানেন
তবুও ফেরে না হাল
বুকের পাঁজরে ধরেছে ঘুণ
সামনেও মায়াবী জাল!


        *****


০৩ জানুয়ারী ২০২৩