হাঁকছে হকার ট্রেনের মাঝে একটা খাবেন মালাই
এক যাত্রী বললে ভায়া পাওয়া যাবে একটু চোলাই।


ক্ষেপে গিয়ে যাত্রী সবাই দিলো তাকে ধোলাই
ধোলাই খেয়ে পড়ল গিয়ে স্টেশন মোঘলসরাই।


ভাষা প্রয়োগ যথা স্থানে ঠিক না করলে ভাই
বিপদ তোমার পদে পদে ছাড়বে না পিছু ভাই।


জনগণের মাঝে যদি বেফাঁস কথা বলো
সব খানেতেই উড়বে তোমার দুর্নামেরই ধুলো।


নেতা হলে নেতিয়ে যাবে মন্ত্রী কুপোকাত
ভাষা প্রয়োগ সঠিক হলেই করবে বাজিমাত।


জ্ঞানের কথা নয় তো এটা মানুষ পরিচয়
ধনী গরীব করোনা কেউই মন্দ শব্দের অপচয়।।


             ******