যমুনা নদী বিপাশা নদী
ভাসিয়ে দিলো সব
ঘরবাড়ি সব জলের তলায়
মানুষ করছে কলরব।


বন্যার জলে ডুবে গেছে
সুখের বসতি ঘর
জীবন যেন জোয়ার ভাটা
প্রকৃতি বলছে মর।


উত্তর ভারত জলের তলায়
দক্ষিণ ভারত সুখা
বিরূপ প্রকৃতি ফুঁসছে সদাই
মানুষ থাকবে ভুখা!


পাখির চোখে ভোরের কান্না
থমকে গেছে জীবন
বন্যা আসে বন্যা যায়
থমকে থাকে না মরণ।


প্রভাত আলোয় স্বপ্ন লিখে
বাঁচার গান গাই
বিপদ সময়ে থাকবে পাশে
মানুষ যে মানুষের ভাই।


       ******


১৫ জুলাই ২০২৩