ঘরে ঘরে লক্ষ্মী আছে
কেউ পায় না দেখা
অনাদরে হয় যে বড়
এটাই কপালে লেখা।


মাটির লক্ষ্মীর করি পুজো
আছে কী সেখানে প্রাণ
খেটে মরে জ্যান্ত লক্ষ্মী
কেউ করে কী দান!


লক্ষ টাকা খরচ করে
লক্ষ্মী আনিস ঘরে
ঘুমায় লক্ষ্মীরা মাটির বিছানায়
আঁধার সেখানে ভরে।


গরীব ঘরে লক্ষ্মী জন্মায়
পুজো পায় না তারা
ভোর রাতেই বেরিয়ে পড়ে
অভাব করে তাড়া।


মাটির লক্ষ্মীকে করি প্রণাম
দিই মন্দিরে ডালা
ধন সম্পদ চাই যে সবাই
গলাতে পরাই মালা।


       ******


রচনাকাল  - ১০|১০|২০২২