কদম ফুল কদম ফুল
বৃষ্টি ভিজে দোদুলদুল
সুখের নীড়ে পাগল মন
স্বপ্ন দেখা নয় তো ভুল।


প্রকৃতির কোলে মাথা রেখে
ঘুমায় এখনো পাখি
মানুষ কেন পারে না ঘুমাতে
স্বপ্ন শুধুই দেখি।


বাদল মেঘ বুকে জড়িয়ে
আসে না ঘুম রাতে
আষাঢ় শেষে বৃষ্টি কোথায়
শমন প্রভুর হাতে।


প্রকৃতি শুকিয়ে গুমরে মরে
মানুষ কেন অন্ধ
পথ ভুলেছে পথের মানুষ
হাসিটাও করবে বন্ধ!


কদম ফুল কদম ফুল
মানুষ হয়েছে বন্দী
মেঘ রোদ্দুর বৃষ্টি খেলা
প্রকৃতির সাথে সন্ধি!


        ******


রচনাকাল  - ১২|০৭|২০২২