হাত গুটিয়ে বসে আছে ভবিষ্যৎ
জ্যোৎস্না আলো থেকে ঝরে পড়ছে কালো আবিরের রঙ
জোনাকির ডানায় লেগে আছে বিশ্বাসের হাসি
তবুও বিশ্বাস করতে ভয় পাই অজানা আতঙ্কে।


ঝরে যাওয়া ফুলের গন্ধ ভালো লাগে না
বেলা শেষের আলো বড় মায়াময় মনে হয়
মাটি থেকে উঠে আসছে ভিন্ন স্বাদের গন্ধ।


প্রজাপতির ঘ্রাণে জেগে ওঠে শৈশবের উচ্ছলতা
বাস্তু ভিটেগুলো ভাঙা আতস কাঁচের মত মনে হয়
সবাই কেমন যেন উচ্ছেদ হয়ে যাচ্ছে নিজেদের ভিটে থেকে।


কালো ঘোড়া ছুটে বেড়াচ্ছে হৃদয়ের এপ্রান্ত থেকে ওপ্রান্তে
কিছুই দেখা যায় না কালো আবিরের জন্যে
মাটিতে শুয়ে আছে আধমরা ধূসর জীবন।


একটা একটা করে অনেক অমাবস্যা পেরিয়ে গেল
কিন্তু পূর্ণিমা চাঁদের জোছনা দেখা হল না
কালো ঘোড়ার পিঠে চড়ে রঙিন আবিরের খোঁজে যাচ্ছে সব্বাই।


           *******


৩০ ডিসেম্বর ২০২২