ভুল রাস্তা ধরে হেঁটেছি অনেক কাল
শৈশবের রাস্তা স্কুল
যৌবন পথে অনেক ঝক্কি
কলেজ জীবন, রাজনীতি, মারপিট ...


ছোট্ট বেলায় স্কুলে যেতাম যখন
মা দাঁড়িয়ে থাকতো রাস্তায়
যতক্ষণ না আমি দিগন্তে মিলিয়ে যাচ্ছি ততক্ষণ ...


গোধূলি নামলেও মায়ের শরীরের গন্ধ পাই আজও
অনেকগুলো বছর পেরিয়ে গেছে মাকে হারিয়েছি
ঠিকানা বদলে গেছে, বদলে যায় নি শৈশবের রাস্তা।


পথের ক্লান্তিতে শরীর ক্ষত বিক্ষত  -
গ্রামের মেঠো পথে আজও খুঁজে বেড়াই মাটির গন্ধের স্বাদ
আঁধারের ধুলো জমে থাকে হৃদপিন্ডের অন্ধকার কক্ষপথে।


      ******


০৪|১১|২০২২