বৃষ্টি ভেজা কদম ফুল
ভাঙছে যত মনের ভুল
ওষ্ঠে লেখে সোহাগ রাত
ভালোবাসায় দেখো না জাত।


কদম ফুল ছড়ায় গন্ধ
প্রেমের জন্যে হয়ো না অন্ধ
কাব্য লেখে শরীর দুটি
প্রেমিক প্রেমিকা হবে জুটি।


শ্রাবণ মেঘে ওঠে ঝড়
শরীর চেনে আপন পর
অঝোর ধারায় ঝরে বৃষ্টি
শরীরী ওমে হবে সৃষ্টি।


বর্ষায় ফোটে কদম ফুল
বাঁচতে গেলে হবেই ভুল
বাদল দিনে বিষন্ন বসে
আসবে প্রিয়া হেসে হেসে।


টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ভালোবাসা হাতটি ধরে
জনম জনম জীবন সাথী
সুখ দুঃখে সমব্যথী।


     *****


রচনাকাল  - ২৭|০৭|২০২২