খাদের কিনারে আকাঙ্ক্ষা ছুঁয়ে আছে
অলীক আবদারে পরশমণি খুঁজো না।


ধুলোর পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে মনি মুক্তো
মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে দেখি দিগন্ত ছুঁয়েছে আকাশ।


বুকের আবরণ উন্মোচনে খুঁজো না যৌবন
তাকিয়ে দেখো মাতৃ দুগ্ধ পান করছে পবিত্র শিশু।


পাপ এখনো যাকে নষ্ট হতে দেয় নি
পাহাড়ি ঝর্নার মতো খিলখিল করে হাসছে ছোট্ট ঈশ্বর।


গ্রাম্য বধূরা হেঁটে যায় আঁধারের বুক চিরে
যেন কলঙ্কহীন সারি সারি রঙিন প্রজাপতি।


নষ্ট চোখে দেখো না তোমরা – ‘আমরা জননী’
ভালোবাসায় লিখেছে তারা সাম্যের গান।।


            **********