খাদের কিনারে শুয়ে আছে বাঁকা চাঁদ
জোছনার আলো জড়িয়ে ধরবো বুকে
আষাঢ়ের বৃষ্টিতে ভিজতে ভিজতে চোখের জল ধুয়ে দেবো
কেউ জানবে না কান্নার রঙ কেমন।


হৃদয়ের উপনদী থেকে চুঁইয়ে পড়ে কালো রক্ত
মাটি পুড়ে যায় সেই রক্তের স্পর্শে -
আঁধারের বুক চিরে বেরিয়ে আসতে চাইছে একমুঠো কালো রক্তের ছাই।


ছোট্ট জীবনে উচ্ছাস বেশি দিন স্থায়ী হয় না
সভ্যতার ইতিহাস খুঁড়ে কী পাবে  -
জনম জনম শুধুই বেড়ে গেছে ঋণের বোঝা
অমঙ্গলের অশনি সংকেত দেখেও মানুষ ভয় পায় না।


দলিত মানুষের মতোই অবহেলিত জীবন -
বিমর্ষ চাঁদের আলোয় গল্প করি মিথ্যে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে
জোনাকির আলোর সাথে মিশে যাচ্ছে মায়াবী কদম ফুলের গন্ধ।


            ********


রচনাকাল  - ০৬|০৭|২০২২