ভোট আসে ভোট যায়
দারিদ্র্যের ঘূর্ণাবর্ত থেকে মুক্তি নেই
দিগন্তের সীমানা ছুঁয়ে চলে যায় ঐশ্বর্য।


ভোট যেন আঁধার গিলে খায়
মৃত্যু মিছিল অব্যাহত  -
শাঁখের করাতের মতো জীবন
ভোট দিলে ভয়, না দিলেও ভয়।


সর্বত্র দাঙ্গা, গন্ডগোল, হানাহানি -
মিছিল বোমা, প্রাণ যায় অসহায় মানুষের
ভোটে হার জিত থাকবেই
বিধ্বস্ত নাগরিক জীবন।


রাতের অন্ধকারে কেউ দিচ্ছে কেউ বা দিচ্ছে চাল
গ্রামের মানুষ অল্পেতেই খুশি
সামান্য কিছু টাকা, চালের জন্য বিকিয়ে দেয় নিজেদেরকে।


জীবনের রঙ্গমঞ্চেও হার জিত আছে
সাপ লুডো খেলায় কেউ বা পড়ছে সাপের মুখে কেউ বা একবারই প্রথম
উত্থান পতন নিয়েই জীবন -
ভোট নিয়ে মাতামাতি করে রক্তক্ষয় কেউই কখনও চায় না।


             *******


১১ জুলাই ২০২৩