শুকিয়ে গেছে জীবনের হ্রদ
পাবেও চোরা বালি
হাসি কান্নায় নিথর পৃথিবী
সবই দেখবে খালি।


ঠোঁটের কোণে লুকিয়ে থাকে
গোপন উপত্যকা
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
গাছে থোকা থোকা।


রঙ লেগেছে হৃদয় মাঝে
এসেছে রঙিন দিন
চোখের কাজলে প্রেমের কাব্য
ভালোবাসায় রেখো না ঋণ।


হৃদয় দুয়ারে দাঁড়িয়ে আছে
নষ্ট চিলেকোঠা
যৌবনের সেই ভালোবাসা
হবে কী বলির পাঁঠা!


রঙের সাথে রঙ মিলিয়ে
করছি আবির খেলা
হোলি উৎসবে মাতবে সবাই
যেন রঙিন মেলা।


       ******


রচনাকাল -
২৩শে মার্চ ২০২৪