দ্রাঘিমারেখায় শুয়ে আছে নীল নদ
মাটিহীন পৃথিবী -
বরফের আস্তরণে রক্তের রঙ সাদা
সব রক্ত শুষে নিচ্ছে দ্রাঘিমারেখার বরফ।


মানুষ ভুলে গেছে অতীত -
ভবিষ্যৎ গিলে খায় অন্ধকারের কাব্য
জবানবন্দি লিখছে অনাহূত অলীক মানুষ।


দ্রাঘিমারেখার বরফে ঢাকা জীবনের আলপথ
ভেঙে তছনছ হয়ে যায় টুকরো টুকরো অভিমান
নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তবুও সামান্য আলোর গন্ধ পাচ্ছে ...


এখনও এতো মানুষ বাস করে দ্রাঘিমারেখায়
একটু একটু করে কাছে আসছে সূর্যের উত্তাপ
শরীরটা ক্রমশ গরম হচ্ছে, বাঁচার ইচ্ছেটা এখনও মরে যায় নি।


কুয়াশা কেটে গিয়ে রোদ্দুর উঠবে হৃদয়ের জানালায়
মাটি ছাড়া মানুষও বাঁচতে শিখে গেছে অলৈকিক ছাড়পত্রে
দ্রাঘিমারেখায় মাটি থাকুক বা নাই থাকুক মানুষের লড়াই জারি থাকবে।


            ********


১৯ ডিসেম্বর ২০২২