ধূলো ঝড়ে হারিয়ে গেছে অসভ্যতা
ঝলমলে ঐ সবুজ পাতায় লিখেছি
তোমার হলুদ বরন নাম।


যতই উড়ুক ধূলো
মুখের হাসি হয় না অমলিন
সূর্য যতই প্রখর তেজে বাড়ে
হাসির উজ্জ্বলতা ততই ওঠে বেড়ে।


বিকেলবেলার পড়ন্ত ক্লান্ত রোদ
পুব থেকে পশ্চিমে ঘোরায় মুখ
সবাই বলে সূর্যমুখী
আমি বলি সোনামুখী।


বসন্ত হাওয়ায় উঠুক যতই ধূলো
তোমার হাসি হয় না অমলিন
বৃষ্টি ধারায় তোমার শরীর ভেজে
সব ধূলো যায় শরীর থেকে ধুয়ে।


পুব আকাশের সুরভি মাখা রোদ
মিষ্টি হাসি তোমার মুখে লেগে
ধূলো ঝড় উঠুক আরো জোরে
হাওয়ায় দোলে সোনা মুখের হাসি
সবুজ পাতায় লিখেছি তোমার নাম
জনম জনম হাসি থাকুক মুখে।।


          ******