প্রকৃতির মাঝে মুক্ত আকাশ
উড়ছে সেখানে পাখি
মানুষকে দাও দুটি ডানা
কী রঙ্গ করে দেখি!


মানুষ এখন দুঃখ ভুলে
দেখে রঙিন স্বপ্ন
ওড়ার স্বাদ মিটবে কখনো
এই আশাতেই মগ্ন!


মানুষ লোভী জনম জনম
পায় কখনো ডানা
মানুষ তখন হবে অসুর
দেবতারও আছে জানা।


ধ্বংস খেলায় মাতবে সবাই
থাকবে না কোনো হুঁশ
কে আপন কে যে পর
নেবে শুধুই ঘুষ!


আর কতকাল চলবে এমন
দেওয়া নেওয়ায় খেলা
সুস্থ মানুষ ক'জন আছে
খুঁজতে যাবে বেলা।


       ******


রচনাকাল  - ২১|০৯|২০২২