একটু একটু করে সরে যাচ্ছে মেঘের দল
বর্ষা নিয়েছে বিদায় -
আগমনীর বাদ্যি শোনা যায় আকাশে বাতাসে
মাটির বুকে ঝরে পড়া শিউলির মিষ্টি সুবাস ভেসে আসছে।


দশভুজা মা দূর্গার পদধ্বনি শুনতে পাই
হৃদয়ের উপত্যকায় শুরু হয়েছে খুশির রোশনাই
স্বপ্নের রোদ্দুরটুকু খেলা করে অন্ধকার কুটিরেও
যৌবনবতী ধান গাছগুলো ফসলের মাঠে ভরে গেছে।


দশভুজার আগমন বার্তার খবর এনেছে দিগন্তের কাশফুল
আকাশের সাদা সাদা ভেসে যায় তাদের আপন দেশে
শহর থেকে গ্রাম সেজে উঠছে রঙিন আলোক মালায়
মন্ডপে মন্ডপে শুরু হয়ে গেছে ঢাকের মায়াবী শব্দের কলতান।


কুঁড়ে ঘর হোক কিংবা ধনীর প্রাসাদ কেউই ব্রাত্য এই কটা দিন
তিনিই মানুষের শক্তি তিনিই সব্বার আরাধ্যা দেবী
শারদীয়া দুর্গাৎসবে সব ধর্মের মানুষের মহা মিলনের উৎসব
পিতৃ পক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা - তিনিই মা দশভুজা দূর্গা।


             ******


রচনাকাল  - ২৭|০৯|২০২২