ঝড়ে নিভে গেছে সমতট
ভেঙেছে বাড়ীর জীর্ণ শরীর -
চেনা বারান্দায় অচেনা অস্তিত্ব।


কাঁচাপাকা বাড়ীগুলোর দীর্ঘশ্বাস
খণ্ড খণ্ড স্বপ্নের মত ধূলিস্যাৎ
বিষাক্ত ঝড়ে নুইয়ে গেছে মেরুদণ্ড।


বোবা কান্না ঠায় দাঁড়িয়ে রক্তাক্ত হয়ে
ফিরে গেছে সঙ্গীহীন দানব ঝড়
রেখে গেছে অসংখ্য হাহাকার ...


ছন্দময় জীবনে এক প্রাগৈতিহাসিক যন্ত্রণা
খোলা আকাশের নীচে অসহায় আর্তি –


মানুষ ভুলে যাবে ঝড়ের খেয়ালিপনা
ইতিহাসে লেখা হবে ঝড় দানবের ইতিকথা।


          *******