দুঃসময়ে ঠৌকাঠ পেরিয়ে এসেছে মানুষ
বসন্তের হাওয়ায় বেঁচে থাকার সামান্য আয়োজন
ঝুঁকিপূর্ণ জীবনকে পায়ে মাড়িয়ে চলতে শিখে গেছে।


আর কান্না নয়, অনেক হয়েছে
মন্দির মসজিদ গির্জায় মাথা ঠুকেছে মানুষ
উত্তর মেলেনি -
চোখের জল পাথর হয়েছে
নিরুত্তর দেবতা!


ঠৌকাঠের ওপারে দাঁড়িয়ে আছে যমদূত
চীৎকার করছে মানুষ -
বিষাদে আচ্ছন্ন হয়ে আছে কঙ্কাল শরীর
তবুও আগুনের মাঝ দিয়ে হেঁটে যেতে ভয় পায় না ওরা।


বসন্ত উৎসবে মেতে ওঠেছে সব্বাই
মিলনের গান গাইছে  -
আবিরের ছোঁয়ায় হৃদয় জুড়ে রামধনু রঙের খেলা
ঠৌকাঠের গন্ডি পেরিয়ে মানুষ একদিন ঠিকই দেবতার ঘুম ভাঙাতে পারবে।


          ******


২৭ ফেব্রুয়ারি ২০২৩