দু'পা দিয়ে ঝরছে রক্ত
ঘরছাড়া মানুষ, অসহায় -
কাঁটা তারের বেড়া টপকে এপারে
অনিশ্চয়তার ভরা যেন মরা কোটালের জীবন।


স্রোত হীন নদীর মতো স্থবির
মাথার উপর খোলা আকাশ
আঁধারের বুক চিরে বেরিয়ে আসতে চাইছে একমুঠো কান্না
চোখের জল শুকিয়ে গেছে নীরব অভিমানে।


ছিন্নমূল মানুষ, হৃদয়ের পাটাতনে ক্ষতটা গভীর
চোখে দেখা যায় না, অনুভব করতে হয়
কাঁটাতার টপকানো মানুষের যেন শনির দশা চলছে
রোদ ঝড় বৃষ্টিতে অসহায় নাস্তানাবুদ অবস্থা।


কোথায় বাসস্থান, কোথায় আপনজন, এ এক অচেনা পৃথিবী
ছিন্নমূল মানুষের যন্ত্রণা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না
সন্তান সন্ততি নিয়ে গোটা পরিবার এখন গাছ তলায়
দুঃস্বপ্ন পাহারা দেয় অতীত, ভুলতে দেয় না কখনও আমরা ছিন্নমূল।


         ******


রচনাকাল  - ০১|০৯|২০২২