মানুষের মরণ হয় -
শিল্পী কখনও মরে না, অমর
ধ্বংসস্তূপের মধ্যেও নড়ে ওঠে ঠোঁট।


শরীরটা শিল্প হয়ে যায় -
হাসতে হাসতে মানুষ হয়রান
নির্বাক চলচিত্রে তিনিই হাসির সম্রাট।


চোখের ভাষায় শিল্প তৈরি হয়
নষ্ট রোদ্দুরে পুড়ে যায় শৈশবের ইস্তেহার
তবুও জীবনকে বাজি রেখে অমর হয়ে যান।


হৃদয়ের কার্নিশে চিরকাল বিরাজমান তুমি
সাধারণ মানুষ নতজানু হয় তোমার শৈল্পিক সৃষ্টিতে
তোমারে সেলাম, সেলাম... চ্যাপলিন।


     *****