বৃষ্টি নেই, শ্রাবণ মাসের তীব্র গরম অসহ্য
শ্রাবণের ধারা থমকে গেছে অলীক অন্ধকারে
বাড়িতে বাড়িতে বাড়ছে নানান অসুখ...


বর্ষার গতিপথ ক্রমশ পাল্টে যাচ্ছে
দরদর করে ঘামছে মানুষ  -
প্রকৃতি যেন ভুলেই গেছে তার নিজস্ব আচরণ।


শ্রাবণ মেঘ ঘুরে বেড়ায় শরৎ মেঘের মতো
চড়া রোদ্দুরে মাথা ঘুরে যাচ্ছে সব্বার  -
দুঃখের বর্ণহীন নদীতে স্নান করতে কারই বা ভালো লাগে।


ছয় ঋতুর চরিত্র এখন অনেক বদলে গেছে
গ্রামের বিশুদ্ধ বাতাসে লেগেছে দূষণের কালো চায়া
মুক্ত প্রকৃতির ছোঁয়ায় বেঁচে থাকুক অরণ্যের সোহাগ।


বর্ণহীন নদীর তীরে বসে আছে আদিম মানুষ
যারা নিজেদেরকে সভ্য বলে পরিচয় দেয়
বৃষ্টি হবে না, সভ্য মানুষ আজও খুন করে চলেছে প্রকৃতির সরলতা।


        *******


রচনাকাল  - ০১|০৮|২০২২