বৈশাখ মাসের পঁচিশ তারিখ দিনটি বড়ই মধুর
হৃদয় বীণায় উঠলো বেজে শঙ্খ ধ্বনির সুর।
বিশ্ব জোড়া তোমার খ্যাতি বিশ্ব কবি নাম
তুমি মোদের রবি ঠাকুর জোড়াসাঁকো ধাম।


ভালোবাসার পরশ লেগে হৃদয় ওঠে ভরে
লাগাম ছাড়া সৃষ্টি সুখে তুমিই রেখেছ ধরে।
শিশির স্নাত রবির আলো ছড়ায় হৃদয় মাঝে
সাহিত্যেরই জনক তুমি বিশ্ব ভুবন বোঝে।


গল্প ছড়া কবিতা গানে তুমিই দিয়েছ প্রাণ
বিশ্ব ভুবন ভুলবে না তো তোমারি অবদান।
আলোকের এই ঝর্নাধারায় তোমার আশিষ পেয়ে
পরশমণি কুড়িয়ে পেলাম হৃদয় খানি দিয়ে।


ভৈরবী তান আনমনা হল তোমার মায়া জালে
রাগ রাগিণী বাঁধ ভেঙেছে সপ্ত সাগর কূলে।
আসবে কতো মহাপুরুষ এই ধরণীর পরে
তুমিই রবে বরণীয় চিরকালীন ধরে।।


           *****