মেঘ ছেঁড়া রোদ্দুরে হেঁটেছে সময়
তোমাকে খুঁজেছি মেঘের প্রান্তরে।


মরু পথ জুড়ে বিরহের বালুচর
হৃদয়ের কার্নিশে স্মৃতি মাখা সুখ।


বুকের শীর্ণ নদীতে লোনা জল নেই
জলজ স্পর্শে মুছে যায় ক্লান্তি।


পাথরের বুকে জেগে ওঠে ঘাস ফুল
বুকের পাথরে শব্দ হীন নীরবতা।


রাত গভীর হলে ডুবে যায় নাভিতল
ভালোবাসা খুঁজছে স্পর্শ, গন্ধ, হাঁটুজল।


         ********