ভালোবাসার পাণ্ডুলিপি যায় নি এখনো পুড়ে
হৃদয়ে লুকিয়ে সোহাগের মেঘ অন্তর যাবে জুড়ে।


টগর গোলাপ জুঁই চামেলি বর্ষা ঋতুর ফুল
ভালোবাসায় লেখা কাব্য হয় না জেনো ভুল।


বৃষ্টি ভিজে আরো রঙিন প্রজাপতির ডানা
প্রেমের কাব্য উজান স্রোতে লিখতে নেই তো মানা।


সূর্য ডোবা আলোর কিরণ আঁধারে হারিয়ে যায়
ভালো লাগার অনুভূতিটুকু শরীর গিলে খায়।


হৃদয় জুড়ে সোহাগ আলো রামধনু রঙ খেলা
হাতে হাত রেখে চলবো দুজন কাটবে সারা বেলা।


প্রেমের কাব্যে গোলাপ কাঁটা থাকবে চিরকাল
প্রেমিক প্রেমিকা কাঁটা জেনেও ধরবে প্রেমের হাল।


              *******


রচনাকাল  - ১৯|০৭|২০২২