সব কুঁড়িতে হয় না ফুল
অনেকেই যায় ঝরে
ফাগুন হাওয়া লাগলে গায়
হৃদয় উঠবে ভরে।


ফুলের মধু খাবেই ভ্রমর
এটাই চির সত্য
প্রেমের সোহাগ রামধনু রঙ
ভালোবাসা নয় ব্রাত্য।


প্রজাপতির রঙিন ডানায়
প্রেমের ছন্দ জানা
ফুলের বুকে মধু নিতে
নেইতো ওদের মানা।


সব কুঁড়িতে হলে ফুল
রঙিন হতো দেশ
হৃদয় দুয়ার খুলে দেখো
দেখবে নতুন বেশ।


প্রাণের কথা বলতে এসে
থেকো না কখনো চুপ
ভালো বাসা থাকবে সুখে
জ্বালাও প্রদীপ ধূপ।


        ******


রচনাকাল  - ০৩|০৮|২০২২