রাত পোহালেই বিজয়া দশমী
হবে মায়ের ভাসান
চোখের জলে করবো বিদায়
তবুও মাই মুশকিল আসান।


আসবে তুমি প্রতি বছরেই
আসছে চোখে জল
অসুর নিধন করবে তুমিই
ওরা যতই করুক ছল।


মন্দ মানুষ বাড়ছে দেশে
দেখাও তোমার শক্তি
দশভুজা জননী তুমি
তুমি ছাড়া নেই মুক্তি।


মা চলেছেন গঙ্গা ঘাটে
এবার বিসর্জনের পালা
অসুর গুলো সাধু সেজে
পরবে গলায় মালা।


বিজয়া দশমী আসবে যাবে
কান্না চোখেও হাসি
সবার হৃদয়ে থেকো মাগো
দুঃখটা হোক বাসি।


          ******


রচনাকাল  - ০৪|১০|২০২২