স্কুলের গণ্ডি পেরিয়ে যেতে পারি নি
শৈশব হয়েছে নিলাম -
অসুস্থ সময় মুখ ফিরিয়ে হাঁটে
অবাধ্য মন লুকিয়ে তাই তো কাঁদে।


স্কুলটা ছিল বাড়ির কাছাকাছি -
তবুও অদৃষ্টে নেই শিক্ষার অধিকার
জীবন যৌবন কেটে গেল অশিক্ষার অন্ধকারে
নষ্ট রোদ্দুর গিলে খায় বর্ণ পরিচয়ের ভাষা।


ছন্দময় জীবন প্রাপ্য ছিল সব্বার
তবুও ক'জন হাসি মুখ নিয়ে বেঁচে থাকে
জলতরঙ্গের শব্দে মুখরিত হয় বিস্তীর্ণ চরাচর
ঠিকানা হারিয়ে ভোর খুঁজছে অলীক মানুষ।


             ******


রচনাকাল -
১৩ ফেব্রুয়ারী ২০২৪