শ্রাবণের মেঘ শুয়ে আছে আলপথে
বৃষ্টি নামবে কথা ছিলো -
একমুঠো রোদ্দুর ফিরে ফিরে দেখে সাঁঝ বিকালের পথে।


বৃষ্টি ভুলেছে পথ ...
নাকি অবেলার কাব্য বাকী আছে এখনও
অর্ধমৃত মানুষকে বিভ্রান্ত করে কী লাভ?


আকাশ থেকে মেঘ হাওয়া হয়ে গেছে
শরৎকালের বৃষ্টির মতো হঠাৎ করেই নামে
পিছন ফিরে তাকিয়ে দেখো প্রকৃতির অপরূপ সৌন্দর্য!


বিষণ্ণ মুখে ঘরে ফিরছে কৃষক
জমির আলপথ ভুখা কৃষকের মতো -
পরিচয়হীন জারজ সন্তানের মতো উদভ্রান্ত জমির বুক।


উর্বর জমিতেও ফসল হয় না -
বন্ধ্যা আগুনে পুড়ে যায় কৃষকের কান্না
দুঃখের চরাচর জুড়ে কাশফুল গজিয়ে ওঠার সময় সমাগত।


         *******


১১ আগস্ট ২০২৩