শুকিয়ে আছে আষাঢ়ের মাঠ
চরছে এখনও গরু
বাদল মেঘে কোথায় বৃষ্টি
বুক করে দুরু দুরু।


চাষের জমি আজও ভুখা
প্রকৃতি কেন বিরুপ
নদী পুকুর যায় শুকিয়ে
আষাঢ়ের এই স্বরূপ!


প্রকৃতি যেন মায়ের আঁচল
ধরবে জড়িয়ে বুকে
কান্না থামিয়ে আশায় বাঁচো
থাকবে সবাই সুখে।


কখনো আগে কখনো পরে
বৃষ্টি হবেই হবে
আষাঢ়ে বৃষ্টি নাই বা পেলে
শ্রাবণে পাবেই পাবে।


প্রকৃতির ছোঁয়ায় মানুষ বেঁচে
মানুষ পুড়ে খাক
অন্ধ জননীও দেবেই অন্ন
সন্তান বুকে থাক।


       *****


রচনাকাল  - ০৭|০৭|২০২২