আসবে বলে দিয়েছো কথা
রেখেছি দুয়ার খুলে
অনেক কান্না কেঁদেছি সবাই
দুঃখ যাবো ভুলে!


আলোর মিছিলে হাঁটতে চেয়েছি
দেখাও আলোর দিশা
মাটির প্রতিমা পেয়েছে প্রাণ
কেটে যাবে অমানিশা।


বুকের পাঁজরে গভীর ক্ষত
সবই দেখতে পাও
শিশির ভেজা শিউলি গন্ধে
কান্না মুছিয়ে দাও।


বরফের নীচে আগুন আছে
আগুনে দাঁড়িয়ে মানুষ
তোমার ছোঁয়ায় মুক্তি পাবো
নইলে সবাই ফানুস।


সাঁঝের প্রদীপ জ্বালিয়ে সবাই
তোমায় প্রণাম করি
'জয় মা দূর্গা' বলে সবাই
তোমার চরণ ধরি।


    ******


রচনাকাল  - ০১|১০|২০২২