আকাশের বুকে আধ খাওয়া চাঁদ -
শরীরের খনন জানে রাতের অন্ধকার।


বুকের ভেতর লাগাম ছাড়া উল্লাস
হৃদয়ের গোপন বালুচরে মরা চাঁদের আলো।


সঙ্গমের ইতিহাস লেখা আছে নষ্ট ক্যানভাসে
মেঘ পাখিদের ঠোঁটে উষ্ণ হাসির কলরব।


আধভেজা প্রেমে প্রেমিকার লাজুক আবদার
সূর্যাস্তের রঙ ভেঙে তৈরি হয় উত্তাল নদী।


চাঁদের মৃদু আলো জোনাকির পিঠে চড়ে নামে
ভীরু অন্ধকারে জন্ম নেয় এক নতুন ইতিহাস।


         ******