বসন্তের গন্ধ মাখা সকাল
নতজানু ভোরের কুয়াশা -
সাদা পাল তোলা নৌকা
বালুচর ছেড়ে এখন মাঝ দরিয়ায়।


শঙ্খচিলের ডানায় ভেসে থাকে
সকালের নরম রোদ্দুর –
সবুজ প্রান্তর ক্রমশ ধূসর হচ্ছে
পরিবার পরিজন প্রতীক্ষায় ...


মাছের খোঁজে হন্যে মৎস্যজীবী
লুকোচুরি খেলা নীল জলে।
অনন্ত জলরাশির হিংস্র আস্ফালন -
বিজয়ী মানুষের মতো ফিরে আসে তারা
হাসনুহানা হেসে লুটোপুটি।


ভালোবাসার অকাল বোধন শুরু
সমুদ্র বধূরা ঝিনুক খোঁজে পড়ন্ত বেলায়
শরীর খেলায় মত্ত হিরামতি মন।


             ********