নদীর স্রোতে ভালোবাসা
উজান বাওয়ার গান
মরা নদীতে বাণ ডেকেছে
এ যে বিধাতার মহা দান।


মেঘ ভেসে যায় আপন মনে
দূর পাহাড়ের দেশে
শরৎ মেঘের দুষ্টু হাসি
ভয় পেওনা শেষে।


আকাশ ভরা লক্ষ তারা
জোনাকি দেখায় পথ -
পথিক তুমি এগিয়ে চলো
আসছে সোনার রথ।


পুর আকাশের গাঁয়ে আঁকা
সোনালী ভোরের আলো
সব কালিমা যাবেই মুছে
থাকবো সবাই ভালো।


দিনের আলোয় সূর্য দেখি
রাতে চন্দ্র তারা –
অশুভ সময় যাক পেরিয়ে
আমরা নই যে দিশেহারা।


    ******