দিগন্ত  জুড়ে জ্যোৎস্নার মায়াজাল
মুগ্ধ বিস্ময়ে চেয়ে দেখি
প্রকৃতির অপার লীলাক্ষেত্র
ঝাউ বনের শোঁ শোঁ শব্দে
রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান।


জ্যোৎস্নার নরম আলোয় চরাচর জেগে
বসন্ত পাখির অবুঝ আবদারে
রাতের নীরব ভাষা হারিয়ে যাচ্ছে ...


স্বপ্ন মাখা চোখে ভালোবাসার কাজল
ইচ্ছে নদীতে পাড় ভাঙার শব্দ
অন্যমনস্ক বাতাস বুকের অলিতে গলিতে
ছোটাছুটি করে অবিরাম...


জ্যোৎস্নার ঘ্রাণ নিতে নিতে
মধ্য রাত পেরিয়ে যায় -
উদাসী অভিমানে স্বপ্ন হারিয়ে যায়।


        ********