শিমুল পলাশ বসন্ত দিন
উৎসবে মাতে দেশ
দোহার ছাড়া কাটবে কি আর
তোমার গানের রেশ।


ছন্দ বিহীন উদাস পথিক
একতারা পথ হারা
সজন হারা দোহার এখন
যেন পাগল পারা।


লক্ষ তারা দূর আকাশে
কেমন করে জ্বলে
তোমার সুরে ভাসলো ভুবন
গঙ্গা পদ্মা কূলে।


মাটির গানে বাউল সুরে
মাতলো সারা দেশ
অমর হবে সৃষ্টি তোমার
রয়ে যাবে তার রেশ।


একটি জীবন একটি মৃত্যু
হিসাব বরাবর -
চোখের জলের দাও না হিসাব
শুধুই একটি বার।।


    *****


( কয়েকদিন আগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ গাড়ী দুর্ঘটনায়
মারা যান তার উদ্দেশে এই কবিতাটি লেখা)