তোমার লবণাক্ত শরীরে বসন্ত উৎসব
আবীর ছড়িয়ে উল্লাসে মাতে জনগণ।


তোমার চুড়িদারে এখনোও কুমারী গন্ধ
ভালোবাসার অলিন্দে মেঘ ছেঁড়া বিকেল।


সন্ধে নামে নদীর বুক জুড়ে
খেয়ালী বাতাসে আবীরের কলতান।


তোমার কিশোরীবেলার উপোষী ঠোঁট
দ্বিধাহীন চাউনিতে জৈবিক ইশারা।


আমি নষ্ট হবার আগেই
শরীর জুড়ে হোলি উৎসব।


তুমি কতো রঙিন আগে ভাবিনি
এতো রঙ জীবনে কখনো দেখিনি।


         *********