রোমশ বুকে উর্বর তটভূমি নেই
আছে শুধু গহীন অরণ্য
হারিয়ে যাবার উৎসব
এক মহা মিলনের গান।


রোদ্দুরের সাথে সমঝোতা নেই
কারণ সে তো পোড়াবেই
পাহাড়ী ঝর্নাতে স্নানের সুখ
সবার সহ্য হয় না।


জলপ্রপাতের অস্থির আলিঙ্গনে
ভেসে যায় ভালোবাসার বর্ণমালা।
তবুও পাহাড়ী ঝর্নাতে
উন্মুক্ত স্নানে সুখ।


রোমশ বুকের শীশমহলে
বেঁধেছ ভালোবাসার ছোট্ট ঘর।
রোমাঞ্চের আল পথে দাঁড়িয়ে
প্রতীক্ষায় পরিযায়ী পর্যটক।


           ****