ধরণী শুধায় মোরে কে তুমি
প্রতিভাষায় বলি-
আমি বর্ষায় সিক্ত,রৌদ্রে শুষ্ক কৃষক
আমি পদ্মা নদীর কাঠের নৌকার মাঝি
আমি কোনো এক উত্তাল সমুদ্রের নাবিক
আমি আকাশে শব্দবেগে ছুটে চলা বিমানের পাইলট ।


আমি রণক্ষেত্রে কার্তুজ রাঙাকারী অদম্য সৈনিক
আমি শত্রুর মস্তক বিচূর্ণকারী সম্রাট ।


আমি আলোকবর্ষ পাড়ি দেওয়া নভোচারী
আমি জুলুমের বিরুদ্ধে দণ্ডায়মান নির্ভীক অস্ত্রধারী ।


আমি রক্তজবার রক্তিম রঙ
আমি তো পিকাসোর আঁকা সেই গুয়ের্নিকা অঙ্কন।


আমি সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক
আমি তো মুসা ইব্রাহীমের সফলতার দীর্ঘশ্বাস
আমি তো ভাষা আন্দোলনে শহীদ হওয়া পঁচে যাওয়া এক লাশ।


আমি নজরুলের বিদ্রোহী কবিতার কঠিন
সুর
আমি একাত্তরের ১৬ ডিসেম্বরের দীপ্তিমান সেই ভোর।
আমি তো শুক্ল দ্বাদশীর সেই নিস্তব্ধ রাত্রি
আমি তো এই লেখনিতে
নিজের সত্ত্ব এর সন্ধানরত কোনো এক চরিত্র।।