কেনো তুমি নিরুত্তর
কিসের ভীতি তোমার করেছে অব্যক্ত
আজ আমি বলছি
তরবারি নাও তোমার হস্তে,
আঘাত করো নির্বিকারের ভীতিতে
রঞ্জিত করো তবে।


কারো চরণে হইয়ো না পৃষ্ট
অনুচিতের কাছে পরিচয় দাও তুমিই সেই অদম্য ধৃষ্ট।


বিশ্বাস করোনা আপনার ছায়াকেও
নিশির অন্ধকারে যে তোমাকে ছেড়ে যাবে
বিশ্বাস করো তোমার স্রষ্টাকে
সহস্র শয়তানের মাঝেও যিনি তোমার মনোবল যোগাবে।


বাঁধার পাহাড়কে তুমিই করতে পারো সমতল
নির্জীবতাকে দিবে বিসর্জন কারন তুমি দুর্নিবার তরুন
যদি প্রত্যক্ষ হও তুমি কে, তবে কেনো তুমি নিরুত্তর।।