শূন্য প্রদীপ
জ্বলছে আজি । কিন্তু
নাই ' ক তার আলো ॥

চোখের কোণে
ভাসছে যে জল । কিন্তু
কেউ তো প্রদীপ আবার জ্বালো ?

মন্ডপ
আজ শুন্য হলো । আর
শূন্য হলো বেদি ॥

সকল আলো
শূন্যে মিলিন হল । আর
শূন্য বিগ্রহি ॥