চোরাবালি তে আজ
মন হারাব আমি
স্বপ্নের ঠিকানায় ।
দিন শেষ হলো
রাত্রি আসলো
নদীর মোহনায় ।
আহা সেকি দৃশ্য দেখি
এক চিত্রপট আঁকি
এই বালির দেশের ।
জীবন্ত বিশ্ব দেখি
আমি এক নগন্য মানব
এই জীবন্ত সুখালয়ের ।
কিছুই নয় কৃত্রিম সৃষ্টি
এ যে প্রকৃতির দান
এ অপূর্ব পৃথিবীতে ।
তিন ভাগের যে
এক ভাগই জল
চার ভাগের দুনিয়াতে ।
আমার প্রণাম নিও তুমি
হে জলের দেবতা
দান করো কথামালা ।
কাব্য সমুদ্রে ভাসিয়ে পরান
তোমারে বর্ণিত করে
শিখব পথচলা ।