পরিয়াযীর বার্তা ডাকবাক্সে,
প্রচারিত  সমস্ত  সম্পর্ক জুড়ে  ক্ষত।
বহুদিন  অদেখা  সম্পর্কের  অনুভব,
ধীরে  ধীরে  কীভাবে  শেকড়েই মেশে -
তা শুধু  অচেনা  নদীই জানে।


তীরের অব্যর্থ আলাপে আছড়ে পরে,
কিছু  না বলা কথার সোহাগে।
প্রতিটা শুরুতে ভেঙে  যাওয়া  থাকে তাও;
শুধু  লজ্জার শরীরে  কৃষ্ণ পক্ষের  অন্ধকার।


তোমাদের  বারান্দার ঠোঁটে  শুকনো-
পাতার  রেলিং কখনো  ঝরে না শ্রাবণ  ছুঁয়ে।
তোমারা প্রশ্ন করো আদিখ্যেতার আড্ডারসে,
শেষ  থেকে শুরুর  মাঝে  সিঁড়িভাঙা নিয়মে,
দুস্তর সহসা প্রশ্নের মাঝে নামজাদা সমাজ  অযথা;
কথার ফাঁকে কেন কলঙ্ক রটিয়ে দাও?