আর কতবার ছেলেভোলানো সুরে,
মন মাঝামাঝি  অংশে চেনা
মানুষের মুখোশ  আড়াল হবে?
বার বার আমার বিশ্বাস  যদি,
অবিশ্বাসের মাত্রায় আলিঙ্গন করে  
তবে আমি  মাটিতেই মিশে যেতে চাই,
কিন্তু  মুখোশ  আড়াল  হতে চাই না!


ইদানীং  কোনটা ভোরের আলো আর;
কোনটা  রাতের  কড়া  যমকালো আধার
আমায় ফেরারী  বিশ্বাস  তা বলে যায় না।
আমার  চোখের  পাতা হিসেবে করতে,
জানে না  ঠিক  কতখানা রজনী  তাকে
নিরন্তর ফিরিয়েছিল।


মন পাজরে জমানো যে যন্ত্রনা,
তাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই।
মুখোশের কোলাহুলের মাঝে ,
শব্দঋণে  বড্ড জর্জরিত এ মনমাঝি ।
এ সভ্যতা  জানে না  মুখোশ বিদ্ধ  করতে,
তাই হয়তো  নকশা-কাটা কত  সম্পর্ক
অস্তিত্ব  হারায় ভিন্ন দেশী  মুখোশে!