নোংরা ফেলার ডাক দিয়ে যায় ছোট্ট একটি বাঁশি,
তার ডাকেতেই আমরা সবাই ময়লা নিয়ে আসি।
সেই ডাকটি শুনলে পড়ে সবার হুড়োহুড়ি,  
ঘরের ময়লা ভর্তি করে পৌরসভার গাড়ি।


আচ্ছা বাঁশি পারবে তুমি বাজতে এমন সুরে?
যে ডাকেতে মনের ময়লা ফেলব মোরা ছুড়ে।  
হিংসা,গ্লানি, ঘৃণার মত নোংরা ভরা মনে,
ঘরের মতই মনের ময়লা বের করবে টেনে।


প্রার্থনা মোর, এবার বাঁশি বাজো সেই সুরে
ছোট্টবেলার শুদ্ধ মনটি তবেই পাবো ফিরে ।।