ঘুরে ঘুরে সারা পেয়ে ছোট চারা
         তাকে রেখেছি নতুন টবে,  
দিয়ে জল মাটি            সাথে সার খাটি  
         আশা অনেক ফুলই হবে ।  


সকাল থেকে সন্ধ্যে       ফুলের মিষ্টি গন্ধে  
          আমার মন জুড়াবে কবে,  
তাই দিনরাত            করি প্রাণপাত
         আশা অনেক ফুলই হবে ।  

সব ভুলে গিয়ে      শুধু চারাটিকে নিয়ে
       তার কথা যাই ভেবে
জানি একদিন    মিটাবে সে ঋণ
      আশা অনেক ফুলই হবে ।


রোজ যাই ছুটে           যদি ফুল ফোটে  
       হয়ত কুঁড়ি এসেছে সবে,
নেই কোনো কুঁড়ি        হাল নাহি ছাড়ি  
      আশা অনেক ফুলই হবে ।  


প্রতীক্ষার হল অবসান   একি নির্দয় ভগবান
          চারাটি বাড়ল যবে
ভাঙল মনের আঁশ       এ শুধুই ক্যাকটাস
       আশা ছিল - অনেক ফুলই হবে ।।