(নির্যাতিতা মেয়েদের স্মরণে – কবিগুরু-র ছড়ার অনুকরণে)


আকাশ ঘিরে মেঘ করেছে
            সূর্য গেল পাটে,
আধার কালো রাস্তা দিয়ে
          খুকু গেল ঘাটে ।


খুকু গেলো জল আনতে
         পদ্মদিঘির ঘাটে,
পিছু পিছু পুরুষগুলো
        চুপিসারে হাটে ।


একা একা কেন গেলি
    বুঝলি না তুই খুকু?
এ যুগে কি তোদের কোনো
        দাম আছে একটুকু ?


হাঁটুর নীচে দুলছে খুকুর
          গোছা ভরা চুল,
এ দেশেতে মেয়ে হওয়াই
           বড্ড বড় ভুল।


হোক না তারা গ্রামের দাদা,
    হোক না পাড়ার কাকা;
ওদের উপর ভরসা করে
   বেরিয়ে ছিলিস একা ?


এখন কি আর কবিগুরু
        লিখতেন সেই ছড়া,
জানতেন কি খুকুর যে আর
         হবে নাকো ফেরা ।