খনির গভীর আঁধারে হীরকদ্যুতির মতো
জেগে থাকে তোমার মুখ।
হাত শাণিত ইস্পাতের মতো-
আন্দোলিত করে জনস্রোত।
মুখনিসৃত অস্ফূট শব্দগুলি
পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী।
সমাজ পরিবর্তনের এই সন্ধিক্ষণে
ক্ল্পনাময়ী তুমি এসো ঊষ্ণীষ পরে।
মুছে যাক রক্তের বিগলিত ধারা।
মনুষ্যেতর চেতনা ক্রমে-
ঝরে পড়ুক মোমের গলনের মতো।
শুভ চেতনা ঊত্থিত হোক সহস্রায়।



* কবিতাটি ১৪১৫ সালের 'দীয়া' শারদ শুভেচছায় প্রকাশিত।