তখন বিদ্যাধরীতে আসেনি বান।
মাতলাতে লাগেনি মাথাভাঙ্গা তাণ্ডব।
আকাশ থেকে ঝরে পড়েনি তারা,
জীব্ন হয়নি যৌবনে মদমত্ত হারা।
সেই তখনই বুঝেছিলাম তুমি আসবে।
তুমি আসবে নিরস জীবনে ; বদ্ধ হৃ্দয়ে
নির্ভরতার হাত বাড়িয়ে দৃঢ় পদব্রজে।
এখন আকাশে জেগেছে কালো মেঘ।
নদীতে লেগেছে ধীরে ধীরে দোলা,
পাশের সবুজ গাছেরা মুখ নামিয়ে গম্ভীর-
প্রতীক্ষা এক দমকা হওয়ার।
অবশেষে তুমি এলে; অনেক প্রতীক্ষান্তে।
এলে নিশ্বব্দে  ঝঞ্জ্ঝার মধ্যে একান্তে।
তুচ্ছ ব্স্তাপচা মূল্যবোধে দিয়ে ছাই,
নিয়ে অদম্য মানসশক্তি, দিয়েছো হৃ্দয় ক্ন্দরে ঠাঁই।
গ্রানাইট স্তরে ভীত হয়েছে দৃঢ়, তাই পিছু ভাবি নাই।


* কবিতাটি 'কালপুরুষ' নামক কব্যগ্রনথে প্রকাশিত।